ইসলামের আত্মিক শান্তি ও সামাজিক শীতলতা যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই, তবে শুরুতেই ইসলামকে আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের বাণী পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে তখনি যখন প্রত্যেক মুসলিম সন্তান বড় হবে ইসলামকে তার হৃদয়ে ধারণ করে। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে তখনই যখন পরিবারের সদস্যরা অন্যায় থেকে বিরত থাকবে। বাবা-মা সন্তানের হক নষ্ট করবে না, আবার সন্তান বাবা-মা এর প্রতি নীতিপরায়ণ হবে। স্বামী-স্ত্রী একে অপরের দুর্বলতার সুযােগ নিবে না বরং একজন আরেকজনের ঢাল স্বরুপ হবে। কিন্তু বর্তমানে মুসলিম সমাজে ইসলামের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ তাে হচ্ছেই বরং কুরআনের আয়াত অপব্যবহার করে স্বামী স্ত্রীর অধিকার ছিনিয়ে নিচ্ছেন, নিজ কর্তব্য পালন না করে অধিকারের কথা বলছেন, অভিভাবক সন্তানের উপর তাদের অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। মুসলিম পরিবারকে এসব অনাচার থেকে রক্ষা করার তাগিদ থেকেই উস্তাদ নুমান আলী খান পরিবারে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কুরআনের ভিন্ন ভিন্ন আয়াতের আলােকে বিভিন্ন সময়ে কিছু বক্তব্য দিয়েছেন; যার সংকলিত সূতিকাগার হচ্ছে এই ‘বন্ধন’ বইটি।