জীবনে আত্মিক প্রশান্তি অনুভব করা, আনন্দ অনুভূতি লাভ করা এবং অশান্তি-অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করা প্রতিটি মানুষের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হয়ে থাকে। এদ্বারাই পবিত্র ও পরিচ্ছন্ন জীবন লাভ সম্ভব হয়। আনন্দ-উচ্ছাস ও উৎফুল্লতা জীবনকে পূর্ণতা দান করে। এগুলো লাভ করার জন্য আছে ধর্মীয়, স্বভাবগত ও আমলি উপায়-উপকরণ। এসব উপায়-উপকরণসমূহকে সামগ্রিকভাবে সমন্বয় করা একমাত্র মুমিন বান্দার পক্ষেই সম্ভব। অন্যদের পক্ষে এর কোনো একটি দিক অর্জিত হলেও সামগ্রিকভাবে তা কখনও অর্জিত হয় না। ধর্মীয়, স্বভাবগত ও আমলি উপায়-উপকরণসমূহ এমনই যে, বিজ্ঞানীরা এগুলো নিয়ে যুগের পর যুগ চেষ্টা-সাধনা ও গবেষণা করে গেছেন। তাদের কাছেও এর বহু উপকারী ও সুন্দর দিক ফুটে ওঠেছে এবং সফলতা অর্জনে পথ প্রদর্শক হয়েছে। উল্লেখ্য যে, এই পুস্তিকায় এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যা এই মহান লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের অন্যতম উপায় এবং মাধ্যম বলে বিবেচিত হয়। আশা করি, প্রত্যেকেই এর জন্য চেষ্টা-সাধনা ও গবেষণা করে জীবন রাঙাবে। লক্ষণীয় বিষয় হলো, যে ব্যক্তি বইটিতে উল্লেখ করা বিষয়গুলো দিয়ে নিজ জীবন সাজাবে, ইনশা আল্লাহ এর কল্যাণে সে উপভোগ করতে পারবে পবিত্র ও সাফল্যময় জীবন।