মানব শিশুকে Curiosity তথা কৌতূহলী মানসিকতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। শিশু জন্মের পর থেকেই তাদের কৌতূহলের মাত্রা বাড়তে থাকে। শিশুর এই চরিত্রের প্রকাশ বহুভাবে ঘটে। কোন শিশু অশান্ত, কোনটা প্রশান্ত, কোনটা চঞ্চল, কোন শিশু সুবোধ! এ সবই শিশু চরিত্রের ভিন্নতার কারণে হয়। শিশুদের কিছু সাধারণ চরিত্র আমরা দেখতে পাই, যা বড়দের কাছে গুরুত্বহীন। মজাদার শিশু চরিত্র চিন্তাশীল মানুষদের আগ্রহী করে তুলে। একটি গভীরে গেলেই দেখা যাবে, শিশুরা বড়দের চেয়ে বহুগুণে বেশী কাজ করে যাচ্ছে শুধুমাত্র স্বীকৃতি আদায়ের জন্য! এই চরিত্র বুঝে কাজ করতে পারলে, প্রতিটি শিশুকেই সেরা মানব সন্তানে পরিণত করা সম্ভব। মূলত এই বইয়ে শিশুদের নানা চরিত্রকে বিশ্লেষণ করে, চিত্তাকর্ষক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে ব্যক্তি শিশু নিয়ে বিরক্ত ছিলেন তাকেও আগ্রহী করে তুলবে। যাদের শিশু আছে, যাদের শিশু আসবে, যারা নতুন জীবন গড়তে যাচ্ছে কিংবা যারা শিশু গড়ার কারিগর হতে চায়। এই বই এমন সবার চিন্তাকেই অনুপ্রেরণা যোগাবে।