আত্ম মানে নিজ । নিজকে গড়াই পৃথিবীতে আমাদের পাঠানাের উদ্দেশ্য । আল্লাহ তায়ালা আল কুরআনে বলেছেন “ তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন , যাতে তােমাদেরকে পরীক্ষা করেন কে তােমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ ? তিনি পরাক্রমশালী ক্ষমাশীল । ” ( সূরা আল মূলক : ২ ) আল্লাহ আরও বলেন , “ ইকরা কিতাবাকা কাফা বি – নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা । ” অর্থ : আজকে পাঠ কর তােমার আমলনামা ; তােমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট । ( সূরা বনী ইসরাঈল ১৪ ) তারপরেও কি আমরা নিজেকে সচেতন করবাে না ? প্রকৃত অর্থে যারা জ্ঞানী তারা তাদের মূল জায়গার আবাসস্থল সুন্দর করার জন্য দুনিয়াকে কাজে লাগায় । কারণ , আখেরাতে কে সফল , আর কার আমল বিফলে যাবে তা ব্যক্তির ওপরেই নির্ভর করবে । পৃথিবীতে আমরা কেউ ডাক্তার – ইঞ্জিনিয়ার , ব্যারিস্টার বা বড় বড় ডিগ্রি অর্জন করলাম , এগুলােই কি শুধু সফলতা ( ? ) সফলতা তখনই প্রযােজ্য হবে যখন আমার আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমি এই কাজগুলােকে পরিচালনা করতে পারবাে ।