আকীদার ক্ষেত্রে তাওহীদ যেমন মূল ভিত্তি; যাবতীয় নেক আমলের মধ্যে নামায তেমন সবকিছুর মূল। কুরআন মজীদে ‘ সালাত (নামায) সর্বাধিক আলােচিত ইবাদাতের নাম। মহান আল্লাহর সামনে তার গােলাম হিসেবে আত্মসমর্পণের শ্রেষ্ঠ নমুনা নামায। ‘ সালাতের আভিধানিক অর্থ মুখ ঘুরানাে, নিকটবর্তী হওয় । এর মর্মার্থ হচ্ছে, সকল দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহমুখী হওয়া, আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। ‘ সালাত ‘ এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে, সকল ইবাদাতের বিষয়গুলাে নবী করীম (সা.) – এর নিকট ওহীর মাধ্যমে জানানাে হয়েছে , কিন্তু নামায কোন মাধ্যম ছাড়াই মিরাজের রাতে স্বয়ং আল্লাহ তায়ালা নবী (সা.) কে তার উম্মতের জন্য সরাসরি উপহার দিয়েছেন। পবিত্র কুরআন-হাদীস প্রমাণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পাপমুক্ত জীবন যাপনে নামাযের ভূমিকা অনন্য। ইহকালে শান্তি ও পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য নামায কায়েমের কোন বিকল্প নেই। অথচ জীবনের এ সর্বশ্রেষ্ঠ ইবাদাতের গুরুত্ব ও তা আদায়ের সঠিক পদ্ধতি অনেকেরই জানা নেই।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও লেখক জনাব অধ্যাপক মুজিবুর রহমান নামায, নামায ‘ নামক অত্র পুস্তিকাটিতে পবিত্র কুরআন-হাদীসের আলােকে নামাযের গুরুত্ব, ফযিলত ও সালাত আদায়ের সঠিক পদ্ধতি অতি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করেছেন।