হিজরী ৬১ সালের ১০ ই মহররম কারবালা প্রান্তরে ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতের পর ১৩৬০ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু তাঁর শাহাদাতের শােক আজও দুনিয়াব্যাপী বয়ে চলেছে। ইমাম হুসাইনের (রা.) শাহাদাতের ঘটনার উপর অনেক গ্রন্থ রচনা করা হয়েছে, এমনকি মহাকাব্য রচিত হয়েছে। এগুলাের মাধ্যমে মানুষের মধ্যে শােক, বিলাপ ও আহাজারীর জোয়ার বইছে। কিন্তু ইমাম হুসাইন (রা.) তাঁর পরিবারবর্গসহ ফোরাতের তীরে কেন জীবন বিলিয়ে দিলেন, সে দিকটি অনেকেই গভীরভাবে বিবেচনা করেন না। “ সামগ্রীক জনমতকে অগ্রাহ্য করে গুটি কয়েক লােকের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফতের পতন ঘটিয়ে যে রাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছিল, তার বিরুদ্ধে ইমাম হুসাইন (রা.) প্রতিবাদ করেছিলেন ” – একথাটি আজ বিস্মৃত।
প্রখ্যাত চিন্তাবিদ, সু – সাহিত্যিক ও অনুবাদক আকরাম ফারুক এ গ্রন্থে ইমাম হুসাইনের (রা.) শাহাদাতের প্রামান্য ও বস্তুনিষ্ঠ ঘটনাবলী বর্ণনার সাথে সাথে এ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন।