দু'আ মুমিনের হাতিয়ার, দু'আর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাউকে দুনিয়াবী বিপদ থেকে উদ্ধার করেছেন আবার কাউকে আখিরাতের বিপদ সমূহ থেকে উদ্ধার করেছেন, ইউনুস (আ.) যখন সমুদ্রের মধ্যে মাছের পেটে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহর নবী (আ.) বাঁচার জন্য দু'আকেই বেছে নিয়েছিলেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার নবীকে বিপদ থেকে মুক্ত করলেন, এমন ঘটনা কুরআন এবং হাদিসের পাতায় পাতায় বর্ণিত হয়েছে।
দু'আ নিয়ে অনেক রকমের বই থাকলেও এখনো পর্যন্ত কুরআনের সকল দু'আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু'আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো তাফসির ইবনে কাসির থেকে শুরু করে একাধিক তাফসীর গ্রন্থ থেকে সাজিয়ে একই বইয়ের মধ্যে নিয়ে আসা নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য বড়ই উপকারী কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আলোকিত প্রকাশনীকে দয়া করে করার তাওফিক দিলেন, ফালিল্লাহিল হামদ।
আমরা আল্লাহর কাছে দু'আ করি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন বইটাকে ঘরে ঘরে পৌছে দেন, উম্মাহর জন্য উপকারী করেন, কুরআনে বর্ণিত নবী রাসুলদের দু'আ গুলো জানার মাধ্যমে এবং সেভাবে দু'আ করার মাধ্যমে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করেন।