নারী ও পুরুষের মনের অতলান্ত রহস্য এবং দুর্জ্ঞেয় মানব চরিত্রের দুর্ভেদ্য জটিলতা নিয়ে, আলোচনা, গবেষণা, বিতর্কের কোন শেষ নেই। মানুষের মনের গভীরতা এবং চারিত্রিক প্রকৃতিগত অস্থিরতা, অস্থিতিশীলতা এতটাই প্রবল, দুরূহ এবং অতলস্পর্শী যে, শেষহীন এই বিতর্কের নির্দিষ্ট গন্তব্য বলেও কিছু নেই অর্থাৎ এক কথায় তা অসম্ভব।
কিন্তু বিস্ময়ের ব্যাপারটি হলো, সৃষ্টির সূচনালগ্ন থেকেই বিচিত্র মনমানসিকতা সম্পন্ন এই নারী-পুরুষ ততোধিক বিচিত্র চরিত্রের সমন্বয়ে জগৎ-সংসারের সহজাত চলমান প্রক্রিয়াকে সচল রেখেছে ।
এতদ্বসত্ত্বেও হাসি-আনন্দের পাশাপাশি, দুঃখ-বেদনা, হতাশা, দীর্ঘশ্বাস, অশ্রুপাত ইত্যকার জীবনের অনুষঙ্গ গুলো মিলেই দাম্পত্য সম্পর্কটিকে এগিয়ে নিয়ে চলে জীবনের শেষ ধাপে।
কিন্তু কিছুটা সচেতনতা, দৃষ্টিভঙ্গির উদারতা, পরিবর্তিত মানসিকতা এবং চিন্তা-ভাবনার স্বচ্ছতা দিয়ে কিভাবে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার মুক্ত জীবন ও সফল সম্পর্ক গড়ে তোলা যায় তারই উত্তর দেবার চেষ্টা করা হয়েছে বইটিতে।