পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত মানব সমাজের সামাজিক, নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ের মূলে রয়েছে ইসলামী আকীদা-বিশ্বাস সম্পর্কিত জ্ঞানের স্বল্পতা। হালাল-হারাম, করণীয়-বর্জনীয়, তথা ইসলামের সঠিক রূপরেখা সম্পর্কে জ্ঞানের অভাব মানুষকে নৈতিক অধঃপতনের দিকে মনােনিবেশ করছে। এ গ্রন্থে ইমাম আহ্ যাহাবী (রহ) বর্জনীয় আকীদা-বিশ্বাস, কাজ-কর্ম, আচার-অনুষ্ঠান তথা কবীরা গুনাহসমূহ সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় কুরআন, হাদীস ও ফিকাহর আলােকে আলােচনা-পর্যালােচনার প্রয়াস পেয়েছেন। এছাড়া মুসলিম মনীষীদের মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী বিভিন্ন কাহিনী উপস্থাপন, ক্ষেত্র বিশেষে লেখকের নসীহতপূর্ণ উপদেশ বাণী সংযােজন করে একে পাঠকদের জন্য করে তুলেছেন চিত্তাকর্ষক ও সুখ পাঠ্য। তবে এসব ক্ষেত্রে তিনি সেসব কাহিনীর কোন প্রমাণ উল্লেখ করেননি।