মানুষ কখনো একা বাস করতে পারে না । সামাজিক কিংবা ধর্মীয় কোন দিক হতেই মানুষের জন্য একা কিংবা জনবিচ্ছিন্ন থাকা সম্ভব নয় । তাই মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআনের মাধ্যমে মুসলমানদেরকে বারবার দলবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন । আবার রাসূল (স:)-এর হাদসেও একাকী থাকার ব্যাপারে বারবার নিষেধ করা হয়েছে । মূলত সঙ্ঘবদ্ধ জীবন বা জামায়াতী জিন্দেগী ঈমানের প্রতিরক্ষা দেয়ালের ভূমিকা পালন করে । এর মাধ্যমে মানুষ আল্লাহর রহমত লাভ করে । যা তাকে জান্নাতের পথে নিয়ে যায় । আর অন্যদিকে বিচ্ছিন্ন জীবন যাপনের মাধ্যমে মানুষ দুনিয়াতে যেমনি শয়তানের সহজ শিকার হয় । তেমনি জাহান্নামই হবে তার শেষ গন্তব্য।