মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব । সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে । আল্লাহ রাব্বল আলামীন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে শুধু এমনি ছেড়ে দেননি । সাথে সাথে তাদের জীবন পরিচালনার জন্য বিধান হিসাবে মহাগ্রন্থ আলকুরআন নাযিল করেছেন । কোন পথে চললে কল্যাণ হবে , আর কোন পথে চললে অকল্যাণ হবে । সবই সন্নিবেশিত করে রেখেছেন মহাগ্রন্থ আল কুরআনে । কিন্তু আমরা মানুষ , মানবিক দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে । আর এ দুর্বলতার কারণে আমরা ঐ কুরআনের বাণী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদর্শিত সেই পথকে ভুলে গিয়ে পার্থিব সুখ – শান্তির নেশায় হন্যে হয়ে ঘুরে বেড়াই । কিন্তু এটা প্রকৃত বুদ্ধিমানের কাজ নয় । কেননা পরকালীন জীবনের তুলনায় পার্থিব জীবন মাত্র কয়েক সেকেন্ড , আর সেই কয়েক সেকেন্ড আরাম আয়েশের জন্যে আমরা মরিয়া হয়ে লেগে যাই । হারাম – হালালের বাছ বিচার করিনা । আল্লাহ ও রাসূল ( সাঃ ) এর নির্দেশিত দায় – দায়িত্বের কথা ভুলে যাই । সেই সমস্ত দায় দায়িত্বের অনুভূতি জাগ্রত করা এবং অচেতন লােকদের সচেতন ও সচেতন লােকদের আরাে গতিশীল করার লক্ষ্যে প্রখ্যাত লেখক অধ্যাপক মুজিবুর রহমান বইটিতে কুরআন – হাদীস এবং বিভিন্ন যুক্তির উদ্ধৃতি দিয়ে পাঠক – পাঠিকার কাছে তুলে ধরেছেন