বিশুদ্ধ ইবাদতের জন্য পবিত্র কুরআন ও সহীহ হাদীসকে অনুসরণ করতেই হবে। কুরআন ও হাদীস থেকেই ফিকহ্ এর উদ্ভব। কুরআনের হাজার হাজার আয়াত এবং হাজার হাজার হাদীস জানা সবার পক্ষে সম্ভব নয়, সংগ্রহও অসম্ভব। এছাড়াও একবিংশ শতাব্দীতে মানুষ মহাব্যস্ত। এজন্য মানব জীবনের অতি প্রয়োজনীয় দিকগুলাের ব্যাপারে কুরআনের আয়াত এবং হাদীসের সংকলন প্রয়োজন। যা অধ্যয়ন করে অসংখ্য মুসলিম পৃথিবীতে ভারসাম্যপূর্ণ ও মহৎ জীবন (আদর্শ জীবন) গড়ে তুলতে পারবে এবং পরকালে (জাহান্নামের কঠিন শাস্তি হতে বেঁচে) কাঙ্ক্ষিত জান্নাত (অসংখ্য নেয়ামতপূর্ণ) লাভ করতে পারবে।
সংকলনটিতে যেসব বিষয়ে আলােচনা করা হয়েছে সেসব বিষয়ে যথেষ্ট আয়াত ও হাদীস দেয়া হয়েছে। বাংলা অক্ষরের ভিত্তিতে বিষয় না সাজিয়ে সংকলনটি বিষয়ের তাৎপর্য অনুযায়ী সাজানাে হয়েছে। ইমাম, খতিব, বক্তা, শিক্ষকসহ সাধারণ পাঠক সংকলনটি অধ্যয়নের মাধ্যমে অনেক অজানা বিষয়ের সূক্ষ্ম সমাধান দিতে পারবেন।