পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। মানব জাতির হেদায়েতের জন্যই মূলত এ পবিত্র কোরআন আল্লাহপাক নাজিল করেছেন। এটি এমনই মহাগ্রন্থ, যার সমকক্ষ কোন গ্রন্থ না অতীতে রচিত হয়েছে, না ভবিষ্যতে কেউ রচনা করতে পারবে। তাই আল্লাহ তাআলা কুরআন মাজীদে বার বার দুনিয়ার সমগ্র মানবজাতির জন্য এবং জিন জাতির নিকট চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আজ পর্যন্ত কারো সম্ভব হয়নি এবং হবেও না। কারণ কুরআনের কথা, ভাব, রস, ব্যঞ্জনা, দ্যোতনা, তাল, ছন্দ সবকিছুই অসীম আল্লাহর পক্ষ থেকে এসেছে।
কুরআনের বাণীতে রয়েছে অমিয় সুধা। যা একমাত্র বুঝে বুঝে ও তাজবীদ সহকারে পাঠকারী ও শ্রবনকারী পান করে থাকে।
কিন্তু বড়ই দুঃখ ও পরিতাপের বিষয় যে আজকের পৃথিবীতে অমুসলিমরা কোরআন শোনা ও বুঝার জন্য পাগলপারা হয়ে উঠলেও আমরা মুসলিমরা এর থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের ৯০ ভাগ কুরআন পাঠ করতে জানেন না। তাই বেশকিছু তাজবীদের কিতাব থেকে বাছাই করে একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও সংক্ষিপ্ত ভাবে পাঠকদের সামনে বই আকারে প্রকাশ করা হয়েছে।