আমরা তোমাদের জন্য বিশেষ একটি আয়োজন করেছি। আর সেই আয়োজনটি হলো, একটি বই। বইটি যেনতেন বই নয়। খুবই সুন্দর একটি বই। যে বইটির নাম শুনলে তোমাদের এখনই ইচ্ছে করবে বগলদাবা করে নিতে। খুব ইচ্ছে করবে, বইটিতে কি কি আছে, তা খুঁটে খুঁটে দেখতে। মন চাইবে, সবকিছু ফেলে দিয়ে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে।
বলছি শোন! আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এর নাম তোমরা সবাই শুনেছো। তোমাদের আব্বু- আম্মু, নানা-নানু, দীদা-দাদুর কাছে তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছু জানতে চেয়েও ঠিকমত জানতে পারোনি। তোমাদের সেই সব প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে। বইটির নাম কি দিয়েছি, জানো? নাম দিয়েছি “ছোটদের নবীজি” (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
আর তোমাদের জন্য এই বইটি কে লিখেছেন জানো? লিখেছেন তোমাদের এক চাচ্চু। তাঁর নাম “মাহমুদুল হক জালীস।” তোমরা তোমাদের এই চাচ্চুর জন্য দুআ করবে। আর আব্বু-আম্মুকেও বলবে চাচ্চুর জন্য দুআ করতে। আমাদের জন্যও তোমরা সবাই প্রাণখুলে দুআ করবে, কেমন?
আমরা দুআ করি তোমরা এই বইটি ভালোভাবে পড়বে। প্রিয় নবীজি ﷺ সম্পর্কে অনেক কিছু জানবে। তাঁর আদর্শ বুকে নিয়ে গড়ে উঠবে। গোটা সমাজে তাঁর আদর্শকে ছড়িয়ে দিবে, ইন শা আল্লাহ!