আল্লাহ আমাদের সকলের জন্য নামায ও রােজাকে ফরয করে দিয়েছেন। ধনীদের জন্য আরাে দুটি বিষয় হজ্জ ও যাকাতকে ফরয করে দিয়েছেন। বর্তমান পুস্তিকায় রােযার মতাে এমন একটি ফরয আলােচনা করা হয়েছে যা ধনী গরীব সকলের জন্য ফরয।
ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তিগত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনে ইসলাম সকল প্রকার সমাধান দিয়েছে। একজন ঈমানদার ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর আইন সক্রিয়ভাবে মেনে চলবে, এটাই ঈমানের দাবী। আমাদের দেশে অনেক মুসলমান অন্য সময় নামায আদায় করে না, কিন্তু রােজার মানে নামায রােযা দু’টোই করে। আবার রােজা চলে গেলে নামাযও ছেড়ে দেয়। রােজার শিক্ষা তাকওয়া অর্জিত হলে আল্লাহর হুকুম নামায ছেড়ে দিতে পারে না। আবার কেউ কেউ রােজা রাখে। পাঁচ ওয়াক্ত নামায আদায় করে না। এসব কিছুই আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া না থাকার ফল। তাই রােজার মাধ্যমে তাকওয়া অর্জন করে সারা জীবন যাতে ইসলামের আইন মেনে চলা যায় সে জন্য সকলকে চেষ্টা করতে হবে।