এ গ্রন্থে আদম আ. থেকে শুরু করে মুহাম্মদ (সা.) পর্যন্ত পৃথিবীতে প্রেরিত নবী-রাসূলগণ, যাদের ব্যাপারে কুরআন মজিদে বর্ণিত হয়েছে তাঁদের দাওয়াতি মিশন এবং স্বীয় কাওম কর্তৃক তাঁরা প্রত্যাখ্যাত হওয়ার পর আল্লাহ তাঁদের কাওমকে যে আসমানি গযব দিয়েছেন তার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি তাঁদের [নবী-রাসূল] ওপর আল্লাহর সাহায্য কখন এসেছে তা বর্ণনা করার প্রয়াস চালানো হয়েছে। তাছাড়া নবী-রাসূলগণের পর সাহাবী, তাবেঈ, তাবে-তাবেঈনগণের ইসলাম গ্রহণ ও দ্বীনের দাওয়াত দেওয়ায় যে লোমহর্ষক যুলুম-নির্যাতন করা হয়েছিল তার আলোচনা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়েছে। বিশেষ করে তাঁদের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এখানে আলোচিত হয়েছে। সর্বশেষ বর্তমান দুনিয়ায় বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর যে পাশবিক ও অমানবিক নির্যাতন অব্যাহত রয়েছে, তার সংক্ষিপ্ত আলোচনাও এ গ্রন্থে স্থান পেয়েছে। যা থেকে বর্তমানে দাঈ ইলাল্লাহগণ অনুপ্রাণিত হয়ে শিক্ষাগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।