পর্ন আসক্তি আমাদের সহজাত প্রবৃত্তি নষ্ট করে দেয়। কেউ হয়ত ভাবতে পারে- "আমি তো কারো ক্ষতি করছি না।", কিন্তু সেই একই ব্যক্তি যখন রাস্তায় চলতে ফিরতে নারীদের দিকে তাকায়, তাদেরকে আর মানুষ মনে করে না, এক টুকরো মাংসের মতো ভাবে। নিজের মনের ওপর তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, যখন পরিবারের মাহরাম ব্যক্তিদের ক্ষেত্রে মন একই দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হয়। ফুলের পাপড়ির মত কোমলমতি শিশুদেরকে এমন কিছু ভাবতে থাকে, হাজার চাইলেও মনকে সেই নিকৃষ্ট ভাবনা থেকে সরাতে পারে না।
.
পর্ন, মাস্টারবেশন.. যাবতীয় অশ্লীলতা একটি পবিত্র হৃদয়কে এভাবেই মেরে ফেলে। পত্রিকায় শিশু ধর্ষণের সংবাদ পড়ে রাগ উঠা স্বাভাবিক। তবে এই ধর্ষক কিন্তু একদিন আমার আপনার মতই সুস্থ মস্তিষ্কের ছিল, পর্ন আসক্তি তার বিবেককে এইভাবে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। নিশ্চিন্ত থাকার কিছু নেই, আপনি যদি এখনই এই আসক্তির পথ থেকে ফিরে না আসেন, আপনার শেষটাও হয়ত ওই ধর্ষকের মতই হবে।তাই সময় থাকতে এখনি যথোপযুক্ত পদক্ষেপ নিন। ট্যাবু বিষয় বলে কারো সাথে আলোচনা করতে লজ্জাবোধ করছেন? তা হলে পড়ুন 'মুক্ত বাতাসের খোঁজে।' আল্লাহ আপনার প্রতি সহায় হন।