আমরা অনেকেই আছি নিজেদের ভুলগুলো বুঝি। মন থেকেই অনুধাবন করতে পারি, জীবনকে এতদিন ভুলভাবে দেখেছি, সঠিক পথ চলিনি। কিন্তু ভুলের এই চক্র থেকে বের আসতে পারি না। তখন আমাদের একটা ধাক্কার দরকার পড়ে। এমন কিছু যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেবে। বস্তুবাদ, চোখ ধাঁধানো আলোর এই মোহের জগৎ নিমিষেই ভেঙে গুড়িয়ে দেবে।
.
উস্তাদ মুহাম্মাদ হুবলস। অস্ট্রলিয়ান দাঈ। নিছক মধু মিশ্রিত কথা নয়, সরাসরি অন্তরে আঘাত করে তার লেকচারগুলো। প্রচন্ডভাবে মানুষকে অনুপ্রাণিত করতে দক্ষ। তার বৈশিষ্ট্যই যেন মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া! জাহিলিয়াত থেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, বস্তুবাদী যান্ত্রিক আটপৌরে জীবনে হাঁপিয়ে উঠা এই আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেওয়া, জান্নাতের পথে চলার সীমাহীন শক্তি যোগাতে এই উস্তাদের তুলনা তিনি নিজেই। উস্তাদের সেই লেকচারগুলোর অবলম্বনেই বইটি।