কালবৈশাখীর কালো মেঘে যেভাবে ছেয়ে যায় নীলাভ আকাশ, আমাদের অন্তরও মাঝে মাঝে সেভাবে অন্ধকার হয়ে পড়ে। পাপের আস্তরণে আস্তে আস্তে মরিচা ধরে আমাদের ঈমান এবং আমলের স্তম্ভগুলোতে। কালবৈশাখীর ঝড়ের ঝাপটায় যেভাবে প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে যায়, পাপের আবরণ আর কলুষতার কালো মেঘের আবহ আমাদের অন্তরকেও সেভাবে জীর্ণ-শীর্ণ করে ছাড়ে। তখন আমাদের চোখে-মুখে রাজ্যের অন্ধকার। আমরা কি তবু বুঝতে পারি, কোথাও হয়তো একটুকরো আলো দীপ্যমান হয়ে জ্বলছে আমাদের অপেক্ষায়? কোথাও হয়তো বসন্ত এসে ফুলে ফুলে ভরে গেছে কেবল আমাদের শুভাগমনের উপলক্ষ্যে। সেই আলো, সেই বসন্ত আর সেই ফুল আমরা দেখতে পাবো যদি অন্তরের মরিচাটুকু সরিয়ে দিতে পারি। গভীর ঘন কালো পাপের আস্তরণটা সরাতে পারলেই দেখা মিলবে নতুন ভোরের, নতুন আলোর। সেই অন্ধকারকে দূর করে, সেই মরিচা রোধ করে জীবনকে নতুন এক ভোরের ঊষালগ্নে উপস্থিত করার জন্য আমাদের এবারের প্রয়াস হৃদয় জাগার জন্য....