ঈমান ছাড়া তো সবই শূন্য। ঈমান হচ্ছে সেই ‘এক’, যেটা হাজার কিংবা লাখখানেক শূন্যের একেবারে বামপাশে বসে আছে। যার অনুপস্থিতিতে সবই মূল্যহীন। মুমিনের জীবনে ঈমানই তার সবকিছু।
.
একজন ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান-আকীদা। আর এ কারণেই সব কিছুর ওপরে ঈমানের গুরুত্ব। জিনিস যেটা মূল্যবান, তার যাচাইটাও তো সে রকমই হয়। ঈমান সংক্রান্ত ব্যাপারগুলো বোঝার জন্যে সময়ের দিক দিয়ে আমাদের তাই পিছিয়ে যেতে হবে। পেছাতে হবে ঠিক প্রায় ১৫শ বছর। তাতেই নিশ্চিত হবে খাঁটি ও নির্ভেজাল তথ্য।
.
কারণ ঈমান-আকীদার দারস আমরা নেবো স্বয়ং রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে। তাঁর দৃষ্টিতে দেখবো ঈমানের পরিসীমা। তাঁর জবানিতে জানবো আকীদার বিশালতাকে। এভাবে ঈমান সংক্রান্ত হাদীসের পাঠ-পঠনে আমরা পেয়ে যাব ঈমানের পরিপূর্ণ জ্ঞান।
.
কিন্তু ঈমান সংক্রান্ত হাদীস তো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য হাদীসের গ্রন্থে। এত গ্রন্থ ঘেঁটে শুধু ঈমান নিয়ে আলোচিত হাদীসগুলো বাছাই করা কি সবার পক্ষে সম্ভব?
.
এরকম একটি পরিশ্রমসাধ্য ও মূল্যবান কাজের আঞ্জাম দিতে যাচ্ছে আপনাদের প্রিয় প্রকাশনী Maktabatul Bayan ‘সবার ওপরে ঈমান’ বইটির মাধ্যমে। প্রায় ৯০টি হাদীসগ্রন্থ থেকে ঈমান সংক্রান্ত প্রায় ৪৫০০ হাদীস বাছাই করে সেগুলোকে নিয়ে আসা হয়েছে মাত্র ৪৫০+ সংখ্যায়। অর্থাৎ পাঠক ‘একটিমাত্র’ বইতে পাবেন হাজার হাজার হাদীসের সারনির্যাস। একটি বই পড়লেই পড়া হয়ে যাবে প্রায় ৯০টি হাদীসগ্রন্থ!
.
‘সবার ওপরে ঈমান’ বইতে কালার কোডেড করে হাদীসের মূল টেক্সটকে আরো পাঠকবান্ধব করে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত রেফারেন্স, পর্যাপ্ত টীকা এবং তাহকীক তো আছেই। প্রচলিত আরবি কিতাবের সাইজে প্রকাশিতব্য এ বইটিতে হাদীসগুলোও পাওয়া যাবে বিষয়বস্তু অনুসারে বেশ সাজানো-গোছানো অবয়বে। ঈমান বিষয়ে হাদীসের পূর্ণ সম্মিলনের পাশাপাশি এতে পাওয়া যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্ঘণ্ট। যেকোন আগ্রহী পাঠকের জন্যে এ বইটি হবে এক পরিপূর্ণ গাইডবুক।