মানুষের জীবন আজ হতাশার অন্ধকারে আচ্ছন্ন | প্রেমে ব্যর্থ হয়ে হতাশা ! দাম্পত্য জীবনে ব্যর্থ হয়ে হতাশা , চাকরির জন্য হন্ন হয়ে ছুটতে ছুটতে হতাশা , এডমিশন টেস্টে ব্যর্থ হয়ে কোথায় চান্স না পাওয়ার হতাশা | ভবিষ্যত ও অতীতকে ঘিরে হতাশা | এরকম অজস্র হতাশার গল্প প্রায় প্রত্যেকটি মানুষের জীবনেই রয়েছে | এ বই তাদের ই জন্য যারা এ রকম হতাশায় ভুগছেন | এ বইটি বলে ” আনন্দ করাে ও সুখী হও , আশাবাদী হও এবং সুখে থাকো | ” প্রকৃত পক্ষে এ বই এ কথাও বলে ” যেভাবে জীবন যাপন করা উচিত সেভাবে জীবন যাপন করাে ” , অর্থাৎ , সুখে ও ফলপ্রসূ ভাবে। প্রত্যেক মানুষেরই অন্তরে একটা শূন্যস্থান থাকে , যা মহান রবের প্রতি ভালবাসা ছাড়া পৃথিবীর আর কোনাে কিছু দ্বারা পূর্ণ হয়না | আর এ ভালবাসার অনুপস্থিতিই যেন অন্তরকে হতাশার আবরণে আচ্ছন্ন করে রাখে | এ বইয়ে লেখক হতাশা গুলােকে কাটানাের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ও ফলপ্রসূ পন্থা উল্লেখ করেছেন যা একজন হতাশাগ্রস্ত ব্যক্তিকে উপকৃত করবে , তাকে আত্মবিশ্বাসী করে তুলবে ইন শা আল্লাহ |
বইটি পড়ে হতাশাগ্রস্থ ব্যক্তি পাবে আশার আলো, ভেঙ্গে পড়া ব্যক্তি পাবে জেগে ওঠার শক্তি, অন্ধকারে তলীয়ে যাওয়া ব্যক্তি পাবে আলোর দিশারী।