ইসলামে রিযকের ধারণা নিয়ে অনেকের মাঝে ভুল ধারণা কাজ করে। অনেকে স্রেফ এই কারণে ইসলামের বিধিবিধান জানা থেকে দূরে থাকে, ইসলাম তাকে একটি হারামের লিস্ট ধরিয়ে দেবে। সে মনে করে, ইসলামের সকল বিধান মেনে চললে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। পরিবার নিয়ে অভাবে থাকতে হবে। বিষয়টি কি সত্যিই এমন?
.
না। ইসলাম শুধু কতিপয় ইবাদতের নাম নয়। ইসলাম কেবল সালাত, সিয়াম, হজ্জ, যাকাতে সীমাবদ্ধ নয়। ইসলাম যেমন ব্যক্তির পরকালীন নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি জাগতিক নিরাপত্তাও নিশ্চিত করে। কিন্তু রিযক বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেই ধারণাই স্বচ্ছ না। সৌদি আরবের দারুস সালাম প্রকাশনীর পরিষদের 'রিযক-হালাল উপার্জন' বইটি এই ক্ষেত্রে অনন্য। বইটি সংক্ষিপ্ত হলেও রিযিক বিষয়ে প্রায় সকল আলোচনা এখানে চলে এসেছে। প্রথমে ‘ইসলামে উপার্জনের মূলনীতি’ সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এরপর হারাম লেন-দেন সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরিশেষে জানানো হয়েছে রিযক বৃদ্ধির ১৮-টি আমল ও উপায়।