ইসলামে মতভেদ মানেই কি বিভেদ? অনেকে সূরা আলে ইমরানের ১০৩ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে ফিকহের চার মাযহাবকে দলাদলির কাতারে ফেলেন। ইসলামি আইনে যেসব সমস্যার সমাধান দ্ব্যর্থহীনভাবে পাওয়া যায় না, সেসব ক্ষেত্রে ফকিহগণ গবেষণার ভিত্তিতে যে মত প্রকাশ করেন, এখানে কি মুসলিমদের মাঝে বিভেদ উদ্দেশ্য থাকে? কী কী কারণে ইসলামি আইনে মতপার্থক্য হয়, মতভেদে আমরা কী করব তার বিস্তারিত সুরাহা থাকছে এই বইতে।
ইসলামি ফিকহে ইখতিলাফ বা মতভেদ অনিবার্য। কিন্তু আমাদের সময়ে কিছু মানুষ এই বিষয়টি নিয়ে প্রান্তিক অবস্থান নিয়ে বিতর্ক পাকিয়েছে। কেউ আবার একটু বেশি আগ বেড়ে ইখতিলাফকে তাচ্ছিল করে। কেউ আবার মতভেদ ঠেকাতে নতুন নতুন দল বানায়। কেউ নিজের ইমামকে বাঁচাতে অন্য ইমামকে হেয় করে। ইসলামের সুদীর্ঘ ইতিহাসে ইখতিলাফের ধরন-ধারণ বিস্তারিত এসেছে যুগের সংস্কারক শাহ ওয়ালি উলাহ দেহলভি (রহ.)-এর এই বইতে।