"জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ।"—নবীজির এই হাদীসটি আমরা অনেকেই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটুকু জ্ঞান অর্জন ফরজ? জ্ঞানের তো কোনো শেষ নেই, তাহলে একজন মানুষের কতটুকু জ্ঞান নুন্যতম থাকতেই হবে?
আলিমগণ উত্তরে বলেছেন, 'যতটুকু জানলে আপনি ইবাদাত ঠিকমতো করতে পারবেন। আপনার ঈমান ঠিক থাকবে। মানুষের সাথে আচার-আচরণ, সামাজিক-রাষ্ট্রীয় দায়দায়িত্ব ঠিকঠাক পালন করবেন। মোটকথা যতটুকু জ্ঞান থাকলে আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন এবং বান্দার হকও আদায় করতে পারবেন।
লেখক শাহাদাত হোসেন এই ন্যূনতম ফরজ জ্ঞানটুকুই তুলে ধরেছেন এক বইতে। যারা ইসলামে নতুন করে ফিরে এসেছেন, বেশিদিন হয়নি দ্বীন শেখা শুরু করেছেন কিংবা যারা নও মুসলিম—সবার জন্যই এই বইটা খুব দরকারী। আসুন, দ্বীনের ফরজ ইলমটুকু শিখি এবং একজন খাঁটি বান্দা হয়ে দুনিয়ায় থাকি।