আলিমগণের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতে হয়। তবে এই ফতোয়া দেওয়া কী চাট্টিখানি কথা! কুরআন হাদীস জ্ঞান তো লাগবেই সাথে লাগবে এগুলো ব্যাখ্যার নীতি, আরবি ব্যকারণ জ্ঞান, শব্দের অর্থের সূক্ষ পার্থক্য বুঝতে পারা এবং অবশ্যই মানুষের মনস্তত্ত্ব৷ আসলে বাইরে থেকে আমরা যেমনটা ভাবি, জিনিসটা একদমই সেরকম না। এই রহস্য উন্মোচনের জন্য পড়তে হবে সহজ ভাষায় উসুলুল-ফিকহ (আলিমদের মতভেদ রহস্য)।
এই বইতে উস্তাজ ফারহান জুবায়রি ফিকহের মূলনীতিগুলো আলোচনা করেছেন। অত্যন্ত সহজ ভাষায়। যাতে জেনারেল শিক্ষিত থেকে শুরু করে তলিবুল ইলম সবার জন্যই সহজবোধ্য হয়। এই বইটি পড়লে আপনিও ফতোয়া দিতে পারবেন—বিষয়টা এমন না। তবে ফতোয়া দিতে গেলে একজন আলিমকে কত কিছু সামনে রাখতে হয়, এর একটা স্বচ্ছ ধারণা পাঠক পেয়ে যাবেন। ফিকহের মূলনীতিগুলো জানা থাকলে আর জ্ঞানের ফাঁদে পড়বেন না। সেই সাথে ফিকহ-ফাতাওয়া কতটা ব্যাপক এবং জটিল কাজ, আর এই কাজের জন্য আলিমগণের উপর আমাদের নির্ভরতা কতটা জরুরী—এই বোধও তৈরি হয়ে যাবে।